দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি কন্ট্রিবিউটর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২০-২১ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই সেশনের আইন বিভাগের শিক্ষার্থী শামসুল আলম মারুফ। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত সংগঠনের ১৩তম কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার এবং সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা।

কাউন্সিলটি সংগঠক শামসুল আলম মারুফের সঞ্চালনায় এবং কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইভান তাহসীবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্যে রাফিকুজ্জামান ফরিদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে।

হল রক্ষার আন্দোলন, উন্নয়ন ফি বাতিলের দাবি, ২৭/৪ ধারা বাতিল, খাদিজাতুল কুবরার মুক্তি, অবন্তিকা হত্যার বিচারসহ সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও শিক্ষার অধিকার, গণতন্ত্র ও মানবতার পক্ষে আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

কাউন্সিলে বক্তারা উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ ও সংকোচনের বিরুদ্ধে সোচ্চার থেকে শিক্ষার্থীদের অধিকার রক্ষার আহ্বান জানান। কাউন্সিল শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি খাদিজা তুল কুবরা, সাংগঠনিক সম্পাদক আপেল আহমেদ, দপ্তর সম্পাদক তৌকির আহমেদ, অর্থ সম্পাদক সিদ্ধার্থ কুমার রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক খিজির আল সিফাত, স্কুল বিষয়ক সম্পাদক পল্লব কুমার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জুনায়েদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাজু আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দীপংকর রায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আহাম্মদ নাঈম মনোনীত হয়েছেন।

এছাড়া, নতুন কমিটিতে সদস্য হয়েছেন ফারিহা তাসনিম, মিশকাতুল জামান সৌমিক, তাজুল ইসলাম তুষার, সৌরভ আহমেদ, তাজওয়ার ইসলাম, নাজিব মাহমুদ অনিক এবং রিয়াদ সরকার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version