রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলার থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফুলছড়ি উপজেলা প্রশাসন, ফুলছড়ি থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
সূর্যদ্বয়ের সাথে সাথে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শিক্ষা প্রতিষ্ঠান, সেবাদানকারী প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল’র সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এস.এম আবু মোতালেব, উপজেলা সমাজসেবা অফিসার মনোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা কমিটির মূখপাত্র জাহিদ হাসান জীবন, শিক্ষক মাওলানা আবুল খায়েরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় বক্তৃতারা বলেন, প্রথম আগুন জ্বলে ‘৫২-র একুশে ফেব্রুয়ারি। ফাগুণের আগুনে ভাষা আন্দোলনের দাবী পাকিস্তানীদের সঙ্গে হিসাব-নিকাশের হালখাতার শুরুতেই রক্তের আঁচড় দিয়ে বাঙালী শুরু করে তার অস্তিত্বের লড়াই। ৫২ সালে যে আগুন জ্বলেছিল রাজধানী ঢাকা শহরে সে আগুন যেন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে থাকে দেশের আনাচে-কানাচে।
বাষট্টি, ঊনসত্তর এবং সত্তর শেষ করে একাত্তরে বাঙালী জাতি হিসাব করতে বসে এবং ৭ই মার্চের মধ্য দিয়ে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়। আলোচনা সভা শেষে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, শুদ্ধ বানান, মাতৃভাষার অধিকার, কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।