বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
এবারের অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশিত হয়েছে ইসললামী বিশ্ববিদ্যালয়ের(ইবি)রাষ্ট্রবিজ্ঞান বি়ভাগের শিক্ষক শিরিনা বীথির প্রথম কাব্যগ্রন্থ ‘শর্তহীন বোঝাপড়া’। বইটি প্রকাশ করেছে ‘শব্দশিল্প’ প্রকাশনী।গ্রন্থটির প্রচ্ছদ মুবাশ্বির মজুমদারের।
বইমেলায় ১৪ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়। মেলায় শব্দশিল্প প্রকাশনীর ৩৪৬, ৩৪৭, ৩৪৮, ৩৪৯ নাম্বার স্টলে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী একুশে বইমেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫ নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
কাব্যগ্রন্থটি সম্পর্কে লেখক শিরিনা বীথি বলেন, ‘আমি অনেক দিন ধরেই টুকটাক লিখালেখি করি।এর আগেও আমার তিনটি বই প্রকাশিত হয়েছে তবে ‘শর্তহীন বোঝাপড়া’ আমার প্রথম কাব্য গ্রন্থ। বইটিতে প্রেম-ভালোবাসা, দ্রোহ, মানবতা,বিরহ সব কিছু নিয়েই কবিতা রয়েছে। আবেগঘন কবিতা গুলোর মধ্যে ২৪ শের জুলাই বিপ্লবে শহীদ ‘শহীদ আবু সাঈদের প্রতি’ কবিতাটি অন্যতম। বইয়ের কবিতাগুলো সব বয়সের পাঠকদের জন্য।এই কাব্যগ্রন্থের কবিতাগুলো পাঠককে অনুপ্রেরণা দিবে।’
উল্লেখ্য, লেখক শিরিনা বীথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক, উপস্থাপক, আবৃত্তি শিল্পী, সংবাদ পাঠক, নাট্য শিল্পী। তিনি বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশনে ও মঞ্চে নিয়মিত উপস্থাপনা ও আবৃত্তি করে থাকেন। শিক্ষকতার পাশাপাশি নিয়মিত কবিতা, গান, ছোট গল্প এবং কলাম লিখে থাকেন।