দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের বামপার্শ্বে বাংলা মঞ্চ চত্বরে এ বইমেলার আয়োজন করে প্রশাসন।
এতে বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনের উদ্যোগে বই সামগ্রীর ৫০টি স্টল রয়েছে।

শুক্রবার(২১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় অমর একুশে বইমেলা উদ্বোধন করেন উপ-উপাচার্য ড.এম এয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

স্টল পরিদর্শন শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড.এম এয়াকুব আলী বলেন, ‘একুশে বই মেলা আমাদের প্রাণের বই মেলা। আমাদের জাতীয় চেতনা ও অস্তিত্বের স্বাক্ষর বহন করে এই অমর একুশে বইমেলা। বইমেলার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনের কার্যক্রমের বহিঃপ্রকাশ ঘটবে। বইমেলার মাধ্যমে ছাত্র ছাত্রীরা দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আপনারা জানেন, ২৪ শের জুলাই বিপ্লবের স্লোগান ছিল মেধা,মেধা,মেধা। মেধার কোনো বিকল্প নেই। আর মেধাকে বিকশিত করে বই। বই পড়লে নিজের ব্যক্তিত্ব ও ক্যারিয়ার উন্নত হয়। তাছাড়া বইমেলার মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে একটি পারস্পরিক সোহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।যার ফলে শিক্ষাঙ্গন গুলো অস্ত্রের ঝনঝনানি থেকে নিরাপদ থাকবে।আমি আশাকরি বইমেলা সুন্দর ভাবে সমাপ্ত হবে।’

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড.এম এয়াকুব আলী ও কালো পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাংগীর আলম।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবাট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শোক র‍্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। পরে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম।

পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জিয়া পরিষদ, আবাসিক হল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ও সাংবাদিক সংগঠন সমূহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং সবশেষ শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version