বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামেন থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। পরে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম।
পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জিয়া পরিষদ, আবাসিক হলসমূহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ও সাংবাদিক সংগঠন সমূহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং সবশেষ শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
শুক্রবার সকাল ১০ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী ও কালো পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড.জাহাংগীর আলম।