বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
সিলেটে এমসি কলেজে সন্ত্রাসী হামলা ও আওয়ামী দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু করে তারা।
পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তারা, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,’ ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ ‘ আমার ভাইয়ের রক্ত,বৃথা যেতে দেব না’ ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাই নাই’ দোসরদের ঠিকানা,‘এই বাংলায় হবে না’ খুনি হাসিনার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ‘কুত্তালীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন,‘বিগত আওয়ামী সরকার যেমন বিনা ভোটে এমপি তৈরি করেছিল তেমন কিছু বুদ্ধিজীবী তৈরি করেছিল তাদেন বৈধতা দেওয়ার জন্য এবং ২৪ শে এসেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক আওয়ামী ফ্যাসিবাদ বৈধতা দিয়েছিল। আমরা আগেই প্রশাসনকে বলেছিলাম যারা ২৪ শের গণহত্যার দায়ে অভিযুক্ত তাদের দ্রুত বিচারের ব্যবস্থা নিন। যেসকল শিক্ষক আওয়ামী ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল তাদের তালিকা করে আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। গতকাল কুয়েটে ও আজ সিলেটে এম সি কলেজে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সুষ্ঠ তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’