দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের নেতাদের ওপর হামলার অভিযোগ তুলে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বুধবার (১৯ই ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি শহরের শমসেরনগর রোড থেকে শুরু হয়ে শহরের এম সাইফুর রহমান সড়কে অতিরিক্তি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যামে সমাপ্ত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এড.সাইদ আহমেদ আদনান। এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক হাসান আবদুল্লাহ, সেকিম আহমেদ সহ-সাংঠনিক সম্পাদক জুনেদ আলম, মেহেদী হাসান জাবের, মুসলিমিন আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাকনুনুর রহমান, সৈয়দ তপু আলী সদস্য নেছার তালুকদার সামি, মোতাহের হোসেন তানিম, মুনিম আহমেদ,জামিল আহমেদ তানভীর, ফাহিম আহমেদ, সোহাগ আহমেদ, সাজন আহমেদ প্রমুখ।

সমাবেশে মৌলভীবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ বলেন, কুয়েটে একটি টিম অত্যন্ত সুশৃংঙ্খলভাবে ফর্ম বিতরণ করেছে। যা আমাদের সাংবিধানিক অধিকার। একটি গুপ্ত সংগঠন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চাই না বলে মিছিল আয়োজন করেছিল। যারা সেখানে ছাত্রদলের ফর্ম পূরণ করেছে, তাদের হামলা করেছে। তারা একটি মব তৈরি করে শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা চালাচ্ছিল।

ছাত্রদল ছাত্রলীগের মতো আধিপত্য করবে। ‘যারা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চাই না বলে মিছিল করেছিল, তারা এখন ক্যাম্পাসগুলোতে নামে বেনামে সংগঠন খুলে বসে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো গেস্টরুম গণরুমের সংস্কৃতি ধারণ করে না।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর হয়তো কিছুদিন মব তৈরি করে তাদের আবেগকে নিয়ে খেলাধুলা করা গেছে, কিন্তু শিক্ষার্থীরা বুঝে গেছে, মব তৈরি করে কোনো ধরনের গুপ্তভিত্তিক চর্চা আর করতে দেয়া হবে না। গত ১৫ বছরে আমরা যত বেশি গুম-খুনের শিকার হয়েছি, তত বেশি কোনো একক সংগঠন শিকার হয়নি। আমরা ৫ আগস্টের পর কোনো ক্রেডিট নেইনি। ছাত্রদল ক্রেডিট নেওয়ার রাজনীতি করে না। ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে কোনো আলবদর বাহিনী, বট বাহিনী, গুজব বাহিনী প্রশ্নবিদ্ধ করতে পারবে না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version