দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) মশাল মিছিল করেছে ইবি শাখা ছাত্র ইউনিয়ন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা ‘কুয়েটে হামলা কেন,প্রশাসন জবাব চাই’ ‘আমার ভাই আহত কেন,প্রশাসন জবাব চাই’ ‘সন্ত্রাসীদের আস্তানা,ভেঙে দাও গুড়িয়ে দাও’ ‘টেম্পু স্টান্ডের আস্তানা,ভেঙে দাও গুড়িয়ে দাও’ চাঁদবাজদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, ‘টেম্পু স্টান্ড না কলম, কলম কলম’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ ‘আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো’ ‘জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ ‘শান্তি -প্রগতি,ঐক্য- শিক্ষা’ ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’ ইত্যাদি স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে ইবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘গতকালকে দিনভর কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিমর্ম হামলা চালানো হয়েছে। আমরা বিভিন্ন সংবাদ পত্রের মাধ্যমে দেখেছি ছাত্রদলের মাধ্যমে এটি সংঘটিত হয়েছে।এছাড়াও সেখানকার স্থানীয় যুবদলকেও এই হামলার অংশীদার মনে করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের ক্যাম্পাসগুলোগতে অস্ত্রের রাজনীতি এখন থেকে শুরু নয়,অতীতেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির ও ছাত্রদলের অস্ত্রের ঝনঝনানি দেখেছি।এছাড়াও সর্বশেষ ছাত্রলীগ বিগত ১৬ বছরে ছাত্র রাজনীতির নাম নিয়ে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে।তার দায়ভার ছাত্রলীগ কোনোভাবেই এড়াতে পারে না। তাদের দ্বারাই এই অপরাজনীতি ও অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে। আমরা ক্যাম্পাসে এই অপরাজনীতি দেখতে চাই না। কুয়েটে হামলার সুষ্ঠ তদন্ত দাবি করছি এবং জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে সরকারকে জোর দাবি জানাচ্ছি।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version