দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই মাসব্যাপী তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। ্যালি শেষে তারুণ্যের উৎসবের সমাপনী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ। তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব পরিদর্শন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের চৌদ্দটি স্টল তাদের কার্যক্রমের চিত্র প্রদর্শন করে।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, জামায়তে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, সুশাসনের জন্য নাগরিক সুজন উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আতাউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজীব প্রমুখ। মেলায় পণ্য প্রদর্শনিতে সহকারি কমিশনার ভূমি ও যুব উন্নয়ন স্টলকে পুরস্কৃত করা হয়।

এছাড়া, সন্ধ্যায় মেলার স্থানেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত বক্তারা বলেন, “এ ধরনের উৎসব আমাদের যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তরুণরা তাদের দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে, যা জাতীয় উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ তার বক্তব্যে বলেন, “এ উৎসব শুধুমাত্র একটি সাংস্কৃতিক বা বিনোদনের আয়োজন নয়, এটি আমাদের যুবকদের উদ্যোক্তা, সৃজনশীল এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলার একটি উদ্যোগ। ঈশ্বরগঞ্জে আরো এমন উৎসবের আয়োজন প্রয়োজন, যাতে আমাদের তরুণরা তাদের প্রতিভাকে সমাজে কাজে লাগাতে পারে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version