দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এসময় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে সমাবেশে মিলিত হন তারা।

মিছিলে বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় তাদের, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,’ ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ ‘ আমার ভাইয়ের রক্ত,বৃথা যেতে দেব না’ ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাই নাই’ ‘আমাদের সংগ্রাম, চলছেই চলবে, ছাত্রদলের কালো হাত,ভেঙে দাও গুড়িয়ে দাও’ ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এস এম সুইট বলেন, ‘জুলাই বিপ্লবে যখন সন্ত্রাসী ছাত্রলীগ হামলা করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। বর্তমান সময়ে সন্ত্রাসীরা যদি ছাত্রদল হয়ে থাকে আমার বলতে আপত্তি নেই। কুয়েটের ঘটনায় যদি ছাত্রদল জড়িয়ে থাকে তাহলে তাদের সম্পর্কে আন্দোলন চলমান থাকবে। কুয়েটে ছাত্রদলের সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুয়েটের সদস্য সচিবকে আঘাত করা হয়েছে। জুলাইয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন যদি কেউ তাদের ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাদের বিরুদ্ধে আন্দোলন করবো। দেশ সংস্করণে যদি যেকোন রাজনৈতিক দল বিরোধিতা করে সে ছাত্রদল, শিবির, ডান-বাম যাই হোক না কেন তারা যদি সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত হয় তার আমরা দ্রুত শাস্তি চাই।’

এসময় তিনি বলেন,‘অনেকেই জিজ্ঞেস করে আমরা কারা? আমরা বলতে চাই আমরা ঈদের পরে আন্দোলন করা মানুষ না। ৩৬ শে জুলাই এখনো শেষ হয়নি, শেষ হলে আজকের এই সহিংসতা আমাদের দেখতে হতো না। প্রশাসনের কাছে আমরা আহবান রাখতে চাই বিগত ১৬ বছরে সকল অন্যায়, দুর্নীতি, অর্থনৈতিক অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করুক। আমরা দেখতে চাই কারা, কিভাবে কত টাকা দিয়ে নিয়োগ পেয়েছে। সর্বশেষে বলতে চাই যারা আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে রক্ত ঝরিয়েছে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আর সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আমাদেরকে সতর্কতা মূলক অবস্থানে থাকতে হবে।

এসময় তিনি আরো বলেন, ছাত্রলীগের নেতাদের থানায় ধরিয়ে দিলে জন প্রতি ৫০০ টাকা করে পুরস্কৃত করা হবে। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version