দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গবেষণা সংসদের নবীন বরণ ও গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ক্যাম্পাসের ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর (গ্যালারি) কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক নবীন সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল হোছাইম, ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ও ইইই বিভাগের অধ্যাপক ড. মো. খালিদ হোসেন জুয়েল এবং চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান।

এছাড়াও আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গবেষণা সংসদ সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাদেক এবং আইআইডি এর রিসার্চ অ্যাসোসিয়েট মুহাম্মদ তানভীরুল ইসলাম। অনুষ্ঠানের প্রথমাংশে নবীন সদস্যদের বরণ এবং দ্বিতীয়াংশে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় মুখ্য আলোচক বিভিন্ন রিসার্চের সংজ্ঞা, লেখনীর প্রভাব, ভবিষ্যৎ ও এ সেক্টরে কতটুকু অবারিত সুযোগ, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে ছাত্রজীবন থেকে রিসার্চ ভীতি কাটিয়ে চালিয়ে যাওয়ার মাধ্যমে গবেষক হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন প্রধান আলোচক। এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সদস্য নাদিয়া নদী ও আসাদ সাদিক।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, গবেষণা মানুষের চিন্তার দুয়ার উন্মুক্ত করে দেয়। তাই প্রত্যেক শিক্ষার্থীকে গবেষণার প্রতি উদ্বুদ্ধ করতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গবেষণা বিষয়ক একটি সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ে থাকায় আমরা খুবই আনন্দিত। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে যথাযথ ব্যবস্থা ও ফান্ডিং এর ব্যবস্থা করছি।

নবীন বরণ ও কর্মশালার বিষয়ে সংগঠনটির বর্তমান সভাপতি সানোয়ার হোসেন বলেন, গবেষণার আলোয় আলোকিত সমাজ বিনির্মাণে আমাদের যাত্রা অব্যাহত রয়েছে। নবীনদের উৎসাহিত করা, গবেষণার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের দক্ষতা বিকাশের জন্য আমরা নিয়মিত গবেষণা-কেন্দ্রিক কর্মশালা, সভা ও সেমিনারের আয়োজন করছি। আজকের এই আয়োজনও সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

একুশ শতকের রিসার্চ লিডারশিপ বিষয়ে বক্তৃতায় বাংলাদেশ গবেষণা সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা এস এম সাদেক বলেন, ২০১৬ সাল থেকেই আমরা দেশে ‘গবেষণা আন্দোলন’ শুরু করেছিলাম। সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিলো দেশের তরুণদের মাঝে নৈতিক ভিত্তি শক্তিশালী করা।। সেই সাথে সৃজনশীল, উদার, সহিঞ্চু তারুণ্যের কমিউনিটি তৈরি করা৷ যারা দেশের গুণগত মানোন্নয়নে নেতৃত্বের আসনে আসবে। যাদের হাত ধরে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ ডিসেম্বর ‘রিসার্চ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। বিশেষত স্নাতক শিক্ষার্থীদের মধ্যে গবেষণাকে জনপ্রিয়, আকর্ষণীয় ও সহজ করা, সেই সঙ্গে তাঁদের গবেষণায় উদ্বুদ্ধকরণ, তাদের নিয়ে শিক্ষা-গবেষণা ও সৃজনশীলতামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্ল্যাটফর্ম, যেটি মূলত শিক্ষার্থীদের গবেষণাকাজে উদ্বুদ্ধ করতে ও গবেষণামুখী উদ্যোগে সহযোগিতা করে চলেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version