কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার সীমান্তবর্তী উপাজেলা কলমাকান্দায় ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
৩১ বিজিবি’র অধিনায়ক জানান, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যে ভিত্তিতে বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৮১/৩ এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন নামক এলকায় এ অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা।
মালিকবিহীন জব্দকৃত বিভিন্ন ব্র্যান্ডে ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।