দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি-

‘United in brotherhood’এই স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন সহস্রাধিক সাবেক শিক্ষার্থী এতে অংশ নেন।

সংগঠনটির আহ্বায়ক নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজারুল আলম, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও যবিপ্রবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মুহাম্মদ আব্দুল হাই।

ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘অ্যালামনাই এসোসিয়েশনের এই আয়োজন হলো বসন্ত উৎসবের মতো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের যেই মূল লক্ষ্য ছিল আমরা সেই লক্ষ্যে নিয়ে যাবো। আপনাদের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় সঠিক লক্ষ্য ফিরে যাবে। যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন, তাদের দায়িত্ব হবে এই বিশ্ববদ্যালয়কে নতুন করে গড়ে তোলা।’

অনুষ্ঠানের সভাপতি নাজমুল হক সাঈদী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসহ সকল কার্যক্রমে এসোসিয়েশন সংযুক্ত হলো। আমরা ইবিকে সঠিক মানমর্যাদায় প্রতিষ্ঠা করা এবং লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমাদের এসোসিয়েশন অংশ গ্রহণ করবো। আমরা একটি অ্যালামনাই এসোসিয়েশন কমিটি গঠন করেছি। এই কমিটি সকল অ্যালামনাইদের একত্র করায় সর্বোচ্চ চেষ্টা করবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version