মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ার দূর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন আমিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবীর তালুকদার, ১নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুখলসুর রহমান পরশ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক হোসেন কাইয়ূম, উপজেলা ছাত্রদলের সদস্য সচীব টিটু ভূইয়া, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল্পনা নাসরিন, মাইন উদ্দিন, আবু হোসাইন সুমন, সহ অন্যান্য সহকারী শিক্ষক /শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অভিভাবকসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।