দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘আমাদের অর্জিত জ্ঞানকে দ্বীনের খেদমতের জন্য ব্যয় করতে হবে। কুরআনের জ্ঞান যথাযথভাবে বুঝতে হলে হাদিসের জ্ঞানও অবশ্যই ভালো মানের হতে হবে।’

রোববার (৯ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘রাসুল (সা.) সেই ব্যক্তিত্ব যার উপর কোরআন নাযিল হয়েছে। কোরআনকে ওহি মাতলুহ বলা হয়। আর হাদিসকে বলা হয় গাইরে মাতলুহ। রাসুল (সা.) তাঁর জীবনাদর্শের মাধ্যমে আমাদেরকে যে তালিম দিয়েছেন, যেসব শিক্ষা রেখে গিয়েছেন, তা আমাদের দ্বীনের জন্য ব্যয় করতে হবে। আর কোরআনকে বুঝতে হলে হাদিসের জ্ঞান থাকা আবশ্যক। হাদিসের ছাত্রদের বলতে চাই, তোমাদেরকে কুরআন ও হাদিস একসাথে পড়াশোনা করতে হবে। আর অর্জিত জ্ঞানকে দ্বীনের খেদমদের জন্য ব্যয় করতে হবে।’

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং বিভাগের প্রতিষ্ঠানকালীন সভাপতি অধ্যাপক ড. আ.খ. ম ওয়ালী উল্লাহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা একই ধরনের পোশাক পরেন। এ ছাড়া তারা বক্তব্যের মাধ্যমে ক্যাম্পাস জীবনের নানা ঘটনা ও মুহূর্তের স্মৃতিচারণ করেন। এ সময় তারা অনুজদের বিভিন্ন দিকনির্দেশনা দেন ও শিক্ষকদের কাছে দোয়া প্রার্থনা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version