নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটিতে অবস্থিত মীর হোসাইন কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শিশুদের অংশগ্রহণে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা সবার মাঝে আনন্দের সঞ্চার করে। বিশেষভাবে উল্লেখযোগ্য প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিলো খাঁচার ভেতর অচিন পাখি, ক্যাঙ্গারু দৌড়, ব্যাঙ লাফ এবং পুতুল নাচ। শিশুদের উচ্ছ্বাস এবং আবেগঘন পরিবেশটি উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনেক শিশু তাদের জয়ের আনন্দে কান্নায় ভেঙে পড়ে, যা দেখে অতিথিরাও আবেগাপ্লুত হন।
বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর হোসাইন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান উপদেষ্টা হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক রহিমা আক্তার, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল বাবলু, পরিচালক মীর হোসেন কিন্ডার গার্টেনে স্কুল মজিবুর রহমান কিবরিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ক্রীড়া শিক্ষার্থীদের শৃঙ্খলা, সাহস এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রতিযোগিতা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত এবং সুস্থভাবে গড়ে তোলার জন্য স্কুল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই।”
অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতিতে আরও ভালো করার জন্য উৎসাহিত করেন। মীর হোসাইন কিন্ডারগার্টেন স্কুল নিয়মিতভাবে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের মাধ্যমে শিক্ষার পাশাপাশি তাদের ব্যক্তিত্ব বিকাশে বিশেষ ভূমিকা রেখে আসছে।