দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

“নতুন বাংলাদেশ গড়ার লক্ষে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬শে জানুয়ারি) বিকেলে এম,সাইফুর রহমান স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) বুলবুল আহমদ এর সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ এর পরিচালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। ফাইনাল খেলায় শ্রীমঙ্গল উপজেলা বালিকা দল বনাম সদর উপজেলা বালিকা দল এবং জুড়ি উপজেলা বালক দল বনাম শ্রীমঙ্গল উপজেলা বালক দল অংশগ্রহণ করে।

শ্রীমঙ্গল উপজেলা বালিকা দলকে টাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে মৌলভীবাজার সদর বালিকা দল চ্যাম্পিয়ন হয়। অপরদিকে শ্রীমঙ্গল উপজেলা বালক দলকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে জুড়ি উপজেলা বালক দল চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা বালিকা শ্রীমঙ্গল উপজেলা দলের নাসরিন রেমা, বালক জুড়ি উপজেলা দলের রিয়ান আহমদ, মৌলভীবাজার সদর বালিকা দলের (গোলকিপার) তুলি আক্তার বালক দলের নয়ন মুনিয়া জার্সি নং -৬ ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন ।

জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিছবাউর রহমান,মনোয়ার আহমদ রহমান, আলহাজ্ব আয়াজ আহমদ,জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এ্যাডহক কমিটির সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এ্যাডহক কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তনজু খান ও বিভিন্ন উপজেলার খেলোয়ড় বৃন্দ ও বিপুল পরিমান দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০শে জানুয়ারি সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে জামালপুর জেলার ৭ টি উপজেলা ও মৌলভীবাজার সদর পৌরসভা সর্বমোট ৮ টি দল জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ খেলায় অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version