দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার ৩৪ দিন পর ক্যাম্পাসে প্রবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। কমিটি ঘোষণার পর থেকেই কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হলেও পদবঞ্চিতদের বাঁধায় ৪৫ দিনের জন্য দায়িত্ব পাওয়া এই কমিটির ক্যাম্পাসে প্রবেশে বিলম্বিত হয়।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে শাখা ছাত্রদলের সদ্যসাবেক কমিটির সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে নবগঠিত কমিটির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব সামসুল আরেফিনসহ নেতাকর্মীরা ক্যাম্পাসে সমবেত হন এবং বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় মতবিনিময় সভার আয়োজন করেন।

এসময় মতবিনিময় সভায় তারা ফ্যাসিস্ট সরকারের পতন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলের ভূমিকার কথা উল্লেখ করেন। এর আগে, গত ২৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৪৫ দিনের জন্য এই কমিটি দেওয়া হলেও নবগঠিত কমিটির ক্যাম্পাসে এতদিন প্রবেশ করতে বিলম্বের অন্যতম বড় কারণ ছিল পদবঞ্চিতদের একাংশের প্রতিবাদ।

কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ এই কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং বিভিন্ন সময় আন্দোলন করে। তারা কমিটিতে নিজেদের যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তোলেন। তবে নবগঠিত কমিটির নেতারা জানান, তারা ইতোমধ্যে পদবঞ্চিতদের সঙ্গে আলোচনা শুরু করেছেন এবং তাদের অভিমান নিরসনের জন্য কাজ করছেন। অচিরেই সংগঠনের ঐক্য আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদী।

এসময় সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবগঠিত আহ্বায়ক কমিটির ক্যাম্পাসে আগমনে সংগ্রামী সহযোদ্ধা সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই দেশের ক্রান্তিকালে জনগণের পাশে থেকেছে।

আমি নবগঠিত কমিটির উদ্দেশ্যে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল যেন সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ সমুন্নত রাখে।’ নবগঠিত কমিটির সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‘ছাত্রদল সুদৃঢ়ভাবে ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে৷ দেশ ও ইতিহাসের দায়কে মাথায় নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ।’

নতুন কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে, এটি স্বাভাবিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল একটি বৃহৎ ছাত্র সংগঠন। এখানে নেতৃত্বে আসতে ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করা হয়। কেন্দ্রীয় ছাত্রদল গত কমিটির দুইশো ছিয়াশি জনের মধ্যে সাতাশ জনের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এখানে যারা বাদ পড়েছেন, তাদের অভিমান স্বাভাবিক।

আমি তাদের এই অভিমানকে স্বাগত জানাই।’ তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে সিনিয়রদের সঙ্গে একাধিকবার বসেছি। যারা বাদ পড়েছেন, তাদের ক্ষোভ নিরসনে কাজ করছি। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করাই আমাদের অঙ্গীকার।’ মতবিনিময় সভায় আরও ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি কাজি জিয়া উদ্দিন বাসেত, শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম কবির মিঠু।

এছাড়া আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক জাফর আহমেদ, মোঃ শাহরিয়ার হোসেন, মোঃ মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিয়ান বিন অনিক, জাহিদুল ইসলাম জাহিদ, মেহেদি হাসান রুদ্র, মো মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব এবং কমিটির সদস্য রিয়াসাল রাকিব, মুবাইদুর রহমান, এম তানভির রহমান, মাহিদ খান, ইমরান হাসান ইমনসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version