মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় উপজেলা গঠনে এগিয়ে আসা তরুণদের বিভিন্ন উদ্যোগে আশাবাদী এলাকাবাসী। শিক্ষা উন্নয়নে তরুণদের নানামুখী ও উদ্ভাবনী সব আইডিয়া দেখে নতুন করে আশার সঞ্চার করছে প্রতিটি শিক্ষার্থীর মনে। ২৫ জানুয়ারি শনিবার আটপাড়া স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন আয়োজন করে উপজেলার সর্ব বৃহৎ শিক্ষামেলার।
শিক্ষামেলা উপলক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বৃত্তি পরীক্ষা, বিতর্ক প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষামেলা উপলক্ষ্যে উপজেলার ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠান মেলায় স্টল গ্রহণ করে এবং প্রতিটি স্টল তাদের প্রতিষ্ঠানের সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে।
তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করা বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় এই মেলা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মোটিভিশন এবং প্রতিটি পদক্ষেপ নতুন করে আশার সঞ্চার করছে উপজেলায় অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীর মনে।
আটপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীর হোসাইন জানান, আমরা শিক্ষা বান্ধব আটপাড়া উপজেলা গড়ার লক্ষ্যে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। মেধাবী সহ অসহায় শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।
আমরা এই কার্যক্রমটির মাধ্যমে আটপাড়া বাসীকে একটি শিক্ষাবান্ধব উপজেলা উপহার দিতে চাই। আটপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক জানান, আমি মনে করি তরুনদের এই উদ্যোগ আটপাড়ার প্রতিটি শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা যোগাবে।
এই উদ্যোগে আমরা আশাবাদী তরুণরা একটি শিক্ষাবান্ধব উপজেলা উপহার দিবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান জানান, আমরা বিশ্বাস করি তরুনদের হাত ধরেই বদলে যাবে আমাদের দেশ। তরুনরা যে উদ্যোগগুলো নিয়েছে তা শিক্ষার্থীদের নতুন করে উদ্বুদ্ধ করবে।