ফজলুল করিম আঙ্গুর, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
তিনি বুধবার (২২ জানুয়ারি) বিকালে নেত্রকোনার কেন্দুয়ার রামপুর বাজারে লিপলেট বিতরণকালে এ কথা বলেন। তিনি বলেন, সংস্কারের নামে অহেতুক সময় বিলম্ব করা হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে। সংস্কার চলমান প্রক্রিয়া, একদিন, একমাস অথবা এক বছরের মধ্যেই সব সংস্কার সম্পনৃন করা সম্ভব নয়, তাই অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন হওয়া উচিত, সংস্কারের নামে কাল বিলম্ব না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ তৈরি করা উচিত।
অনুষ্ঠানে নাজমুল হাসান বলেন শহীদ জিয়ার দেশপ্রেম সততা, এবং আন্তরিকতা ধারণ করে বিএনপির নেতা কর্মীদের ধারণ করতে হবে৷।
জিয়াউর রহমান যেমন দেশ ও জাতির কল্যাণে জীবন বাজি রেখে কাজ করেছেন ঠিক একইভাবে আমাদেরকেও কাজ করতে হবে। তিনি বলেন দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিতদের শাসনের মাধ্যনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে দেশে পূর্ণাঙ্গ সংস্কার এবং রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে।
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে বুধবার (২২ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত রাষ্ট্র কাঠামো মেরামতে আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের উপস্থাপিত বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান।
অনুষ্ঠানে রোটারিয়ান নাজমুল হাসান বলেন, দেশে টেকসই সংস্কার এবং স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য নির্বাচনের কোন বিকল্প নেই। গত ১৫ বছর আওয়ামী লীগ নির্বাচন ছাড়াই দেশ পরিচালনা করতে গিয়ে দেশকে অকার্যকর করে ফেলেছিল। দুর্নীতি, লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবার অবৈধ অর্থ ও সম্পদ উপার্জনের মেশিনে পরিণত হয়েছিল।
আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, গুম, খুনের বিচার অবশ্যই হতে হবে। এই সময় উপস্থিত ছিলেন বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বলাইশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম. এ মতিন রোমেন, আশুজিয়া ইউনিয়ন বিএনপির নেতা তমাল, যুবনেতা এমদাদুল হক, সহ ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷ সাথে ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ।