প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান আমিনুল হক, সুনামগঞ্জ বাসযোগ্য নিরাপদ পরিবেশ চাই এই শ্লোগানকে সামনে রেখে যাদুকাটা নদী সংরক্ষন ও সুরক্ষায় সচেতনতা মুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা ৪টায় তাহিরপুর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা ও উপজেলার সকল শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহন করেন।
এ সময় বক্তারা বলেন রুপের নদী যাদুকাটা ধ্বংস হচ্ছে। যাদুকাটা নদীর পাড়ের গ্রামগুলো রাগববোয়ালরা খেয়ে ফেলছে। অদ্বৈত আশ্রম ও নদী পাড় কাটার কারনে হুমকীর মুখে। বক্তারা বলেন নদী থেকে চাঁদা নেওয়া বন্ধ করতে হবে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন আমরা যাদুকাটা নদীতে নিয়মিত মোবাইল কোর্ট করছি। জরিমানাও করছি। নদীতে পাড় না কাটার অনুরোধ করছেন বারকি শ্রমিকদের বক্তারা।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হাসেম এর সভাপতিত্বে পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আবু সাইদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তাহিরপুর উপজেলা কল্যান সমিতির সভাপতি আবুল কালাম, জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলা আমীর অধ্যাপক রুকন উদ্দীন, বিএনপি নেতা আবুল কালাম, মেহেদী হাসান উজ্জল, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, অধিকার এর সুনামগঞ্জ জেলা আহবায়ক আমিনুল হক, যুগ্ম আহবায়ক হাওর বাঁচাও আন্দোলন তুজাম্মিল হক নাসরুম, বেলা নেট ওয়ার্ক সদস্য জাহাঙ্গীর আল্, পরিবেশ রক্ষা আন্দোলনের সহ সাধারণ সম্পাদক গনি পাঠান, আবুল হোসেন, জেলা বারকী শ্রমিক সেক্রেটারী ফরিদ মিয়া, যুব নেতা তৌহিদুল ইসলাম, আতিক হাসান, সমাজ কর্মী মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাসের।