জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে আতাউর রহমান বিপুলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে সরিষাবাড়ী-তারাকান্দি-ভূয়াপুর প্রধান সড়কে তারাকান্দি মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৭ ই জানুয়ারি জমি বিরোধের জেরে ইলেকট্রিক মিস্ত্রি আতাউর রহমান বিপুলকে নৃশংসভাবে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা করে। এরপর তার স্ত্রী মুক্তা বেগম ও মা আসমা বেগম এগিয়ে আসলে তাদেরকেউ কুপিয়ে রক্তাক্ত করে আহত করে।
এ ঘটনায় ঐদিন রাতে নিহতের বড় ভাই আল আমিন বাদী হয়ে আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ৫ আসামীকে আটক করলেও মামলার প্রধান আসামীসহ বাকি আসামীদের আটক করতে পারেনি পুলিশ। দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানান রক্তারা।
এতে বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া, পোগলদীঘা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন, পোগলদীঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, পোগলদীঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক তাহমিনা আক্তার,উপজেলা বিএনপি সদস্য রাশেদুল ইসলাম লিটন, স্থানীয় জামায়াত ইসলামী নেতা রিপন বাবু, নিহত বিপুলের পিতা আনোয়ার হোসেন, ছোট ভাই আলহাজ উদ্দিন,আল-আমিন, নিহতের ছেলে মুবিন মিয়া প্রমুখ।