দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ )পরিচালনার স্বার্থে গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় বিএমবিএফ এর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার সদয় অনুমোদনক্রমে বিএমবিএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক,বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সমাজসেবক ব্যারিস্টার হাসনাত জামিল কে বিএমবিএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব হিসাবে মনোনীত করা হয়।

রবিবার(১৯ জানুয়ারী) বিএমবিএফ কর্তৃপক্ষ ব্যারিস্টার হাসনাত জামিলকে সহকারী মহাসচিব পদে দায়িত্ব অর্পন করেন। দায়িত্ব প্রদানকালে বিএমবিএফ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে ,ব্যারিস্টার হাসনাত জামিল সহকারী মহাসচিব পদে দায়িত্ব গ্রহণ করে বিএমবিএফ এর কার্যক্রম ও কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সু-প্রতিষ্ঠিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। বিএমবিএফ কর্তৃপক্ষ তার সার্বিক সফলতা কামনা করেন।

সহকারী মহাসচিব মনোনীত হওয়ার পর ব্যারিস্টার হাসনাত জামিল গণমাধ্যমকে বলেন,বিএমবিএফ কর্তৃপক্ষ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি আমানত মনে করে দায়িত্ব সঠিকভাবে পালন করতে সর্বদা নিয়োজিত থাকিব। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং কর্তৃপক্ষের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি দায়িত্ব পালনে সকলে সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য-ব্যারিস্টার হাসনাত জামিল একজন বিশিষ্ট সমাজসেবক ও মানবিক আইনবিদ।

তিনি লন্ডন থেকে বার এ্যাট ল শেষ করে  সুনামের সহিত মানবাধিকার কর্মী হিসাবে সমগ্র বাংলাদেশে কাজ করছেন।এছাড়াও তার বাবার গড়া প্রতিষ্ঠান টাঙ্গাইল শহরের অবস্থিত ধরেশ্বরী হাসপাতালের পরিচালক হিসাবে দায়িত্বরত আছেন। তিনি টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম বিশিষ্ট চিকিৎসক ডা.একেএম আব্দুল হামিদ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version