নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিন ব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে নোয়াখালী কবির হাট উপজেলায় কবির হাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। আজ সকাল সাড়ে ১০ ঘটিকার সময় তারণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয় সকল শিক্ষার্থীর উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছিল তারুণ্যের উচ্ছ্বাস ও সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলায়।তারণ্য মেলায় আয়োজিত হয়েছে পিঠা মেলা ও বিজ্ঞান মেলা , যেখানে ছাত্র ছাত্রী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা একত্রিত হয়ে উদযাপন করেন।
তারণ্য মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ছিল, ১৬টটি স্টলই মাঝে ৮টি মাঝে ছিল পিঠার স্টলই যার মধ্যে চিতই, ভাপা, পাটিসাপটা, দুধপুলি, সেমাই পিঠা, পাকন পিঠা নারকেলের পিঠা এবং শিক্ষার্থীদের দেওয়া সুন্দর সুন্দর নামের বিভিন্ন ধরনের পিঠা।
ভিন্ন স্বাদের পিঠা এবং সুন্দর সাজসজ্জার মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ তারণ্য মেলা উদ্বোধন করেন কবির হাট সরকারি কলেজের অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী, উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সৌরভ হোসেন কামাল, কবিরহাট উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মেজবাহ উদ্দিন ভূঁইয়া, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, পৌর বিএনপি’র সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুল, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন সহ প্রমুখ।