জবি প্রতিনিধি
তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন মিল্লাতিয়ান’স সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের অনুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারেকুল ইসলাম এবং সাধারন সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগ ২০২১-২২ সেশনের মোস্তাফিজুর রহমান। সোমবার (১৯ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের এক সাধারণ সভায় সকলের সর্ব সম্মতিতে তারা নির্বাচিত হন। পরবর্তী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়।
কমিটির সভাপতি তারেকুল ইসলাম বলেন, জবিতে অধ্যয়নরত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করে যাবো। আমরা শিক্ষার্থীদের মধ্যে ইউনিটি ধরে রাখার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবো। ‘মিল্লাতে’ দেশের সকল জেলার শিক্ষার্থী পড়াশোনা করেন।
সেই সুবাধে নানা কৃষ্টি কালচারের শিক্ষার্থীদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। যে কোন প্রয়োজনে জবিস্থ মিল্লাতিয়ানস ভাইদের পাশে থাকার চেষ্টা করবো,সেই সাথে মিল্লাতের সুনাম, ঐতিহ্য ধরে রাখতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, মিল্লাতিয়ানস পরিবারের যেভাবে সারাবিশ্বে তাদের মেধা এবং কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে তার ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্যও তারা ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। সবাইকে নিয়ে মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি এগিয়ে যাবে। সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।