দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউপি মাজেরগাঁও গ্রামের ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান এর মালিকানাধীন ফার্মে চাঁদা দাবী ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা, মৌলভীবাজার শাহ্ মোকাদ্দির হুসেন দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,২নং আমল গ্রহনকারী মৌলভীবাজার, আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

অভিযোগের প্রেক্ষিতে কাজে নেমে ও নিরপেক্ষ ৭জন স্বাক্ষীকে জিজ্ঞাসাবাদ সহ ঘটনার পারিপার্শ্বকতায় প্রাপ্ত অপরাধ বিশ্লেষনে, তদন্ত প্রতিবেদনে পিবিআই বলছে- ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান উপজেলার ষাড়েরগজ মৌজায় বাউন্ডারীওয়াল দিয়ে ফার্মের কাজ শুরু করেন। ফার্মের দায়িত্ব দেয়া হয় তার ভাই মহিবুর রহমান ও খালাতো ভাই জাফর আলীকে। ফার্মে শ্রমিকরা কাজ করতে গেলে চিরিগাঁও এলাকার জিতু মিয়ার পুত্র শেখ জসিম উদ্দিন (৩৫) বাঁধা সৃষ্টি করেন।

এবং ২ লাখ টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত টাকা না দিলে উক্ত ফার্ম ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করেন। সংবাদপ্রাপ্ত হয়ে ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান গত বছরের ৬ই আগষ্ট, বাংলাদেশে আসেন। বিগত বছরের ২৪শে আগষ্ট বিকালে ফার্মের কাজের জন্য ট্রাক দিয়ে ইট (ব্রিকস) নিয়ে আসলে একই ভাবে শেখ জসিম উদ্দিন গংরা বাঁধা সৃষ্টি করে ফ্রান্স প্রবাসীকে অশ্লীল ভাষায় গালিগালাজ দিয়ে বলেন- এই এলাকায় কাজ করতে হলে দুই লাখ দিতে হবে, না হলে কোন কাজ করতে পারবেন না।

বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনকে অবগত করা হলেও সমাধান না হওয়ার কারণে ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান বাদী হয়ে শেখ জসিম উদ্দিন (৩৫), শেখ ওয়াসিম উদ্দিন (৩০), শেখ কবির উদ্দিন (৪০)সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে অভিযুক্ত করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার(সিআর-মোকদ্দমা নং- ৩৭৩/২০২৪ইং ( শ্রীঃ) দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলা তদন্তের জন্য পিবিআই,মৌলভীবাজার’কে নির্দেশ প্রদান করেন। এ মামলার প্রতিবেদন গ্রহনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। ‘

তদন্ত প্রতিবেদনে আরোও জানা গেছে-শেখ জসিম উদ্দিন এর বিরুদ্ধে সিআর মামলা নং-৩৬৯/২৪ ( শ্রীঃ), নির্বাহী ম্যাজিঃ আদালতে মামলা নং- ৩২০/২৪ ( শ্রী:), সাইবার মামলা নং- ২৪২/২৪সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন ও তদন্তানাধীন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শেখ জসিম উদ্দিন বলেন- আমি রাজনীতির সাথে জড়িত। জেলার অনেক নেতা আমার বিষয়ে অবগত রয়েছেন। ফার্মের পাশেই আমার বাড়ী।

আমি অবৈধ কিছু নিয়ে প্রতিবাদ করার কারণে আমার উপর চাঁদাবাজির মামলা করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান- চাঁদাবাজি করলে তার প্রমান দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা, মৌলভীবাজার শাহ্ মোকাদ্দির হুসেন বলেন- মামলাটির তদন্তভার গ্রহনের পর প্রকাশ্য ও গোপনে প্রাপ্ত তথ্যের আলোকে শেখ জসিম উদ্দিন-এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ফ্রান্স প্রবাসীর ফার্মে ট্রাক আটকিয়ে টাকাদাবী, হুমকিসহ অন্যান্য বিষয়ে তার সত্যতা প্রমানিত হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version