কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়রি) বেলা সাড়ে ১১টায় কলমাকান্দা উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সহযোগিতায় বিনামূল্যে মানুষের চিকিৎসায় এই সেবার আয়োজন করা হয়।
এই ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
স্বাস্থ্য সেবায় অংশ নিতে সকাল থেকেই ঈদগাহ মাঠে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। দুপুর পর্যন্ত বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় চার হাজার রোগী রেজিস্ট্রেশন করেন।
আগত রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে শিশু, মহিলা ও স্ত্রী রোগ এবং অর্থপেডিক্স, হৃদরোগ, মেডিসিন, চর্মরোগসহ ৪৬জন বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। প্রত্যেক রোগীকে বিনামূল্য ঔষধ সরবরাহের ব্যবস্থা করা হয় এ্ই মেডিকেল ক্যাম্পে।