দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মিয়া মোহাম্মদ ছিদ্দিক  কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

  কটিয়াদীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মস‚চির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদর্শনী স্থাপনের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া বøকে উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।

লোহাজুরী ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ আজহার মাহমুদ, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য-সচিব মাইনুল হক মেনু, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম পাঠান, কটিয়াদী বøকের উপ-সহকারী কৃষি অফিসার মঈনুল ইসলাম, আবু বকর সিদ্দিক, বনগ্রাম ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার হুমায়ুন কবির, সাবেক মেম্বার সোনা মিয়া।

উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলামের ভুইয়া বলেন, সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল একই জাত ব্যবহার, ট্রে-তে বীজ বপন, কম বয়সের চারা রোপণ, চারা রোপণে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ সাশ্রয় করা ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে ধান কর্তনকালে কৃষি শ্রমিকের সংকটের সমাধানে সমলয় চাষাবাদ উজ্জ্বল দৃষ্টান্ত হবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম বক্তব্যে বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিতে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্য পুরণে খোরপোষের কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে উত্তোলনের জন্য যান্ত্রিক উপায়ে চাষাবাদ এর একটি সময়োপযোগী পদক্ষেপ।

সমলয় পদ্ধতিতে চাষাবাদ এর ফলে একদিকে উদ্যোক্তা কৃষক সৃষ্টির পাশাপাশি সনাতনী পদ্ধতির চাষাবাদ এর চেয়ে ফলন বৃদ্ধি পাচ্ছে এবং শ্রমিক সংকট লাঘব হচ্ছে, হ্রাস পাচ্ছে উৎপাদন ব্যয়। লাভবান হচ্ছে কৃষকেরা

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version