আরিফুল ইসলাম রনক, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে হাতুড় ইউনিয়নের গাহলী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
ইউনিয়ন কৃষক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, পত্নীতলা উপজেলা কৃষক দলের সভাপতি মোখলেছুর রহমান, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বিএনপি অতীতে কৃষক দলের জন্য কি করেছে এবং ভবিষ্যতে কি করতে চায় সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন মহাদেবপুর উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষকদের উদ্দেশ্যে ফজলে হুদা বাবুল বলেন, ‘যারা বিএনপির গ্রুপিংয়ের কথা বলেন তারা বিএনপির ভালো চায় না। বিএনপিকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির লোকজন দলের নাম ভাঙিয়ে যেন দুর্নীতি, লুটতরাজ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। দেশ পরিচালনায় ন্যায্যতা ও ইনসাফ কায়েম করা হবে।’