শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সহকারি পুলিশ সুপার লুৎফা বেগম।
তিনি জানান, শুক্রবার ভোর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল নেত্রকোনার দুর্গাপুর থানা এলাকা থেকে পলাতক জাহাঙ্গীরকে গ্রেফতার সক্ষম হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর ২০১৬ সালের ২ নভেম্বর গাজীপুর জেলার জয়দেবপুর থানায় টুটুল হত্যা মামলার আসামি। তিনি এই হত্যা মামলায় আমৃত্যু কারাদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। গত দুই বছর যাবত পলাতক ছিলেন জাহাঙ্গীর।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।