দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে সরকারি খাল দখল নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সালিশ বৈঠকে উভয়পক্ষের সম্মতিতে খালটি পুনরায় সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মাহমুদুল হাসান, থানার ওসি মিজানুর রহমান, উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান মোসলেম, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম মাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার, উপজেলা যুবদলে’র সদস্য সচিব আতাউল হক মিন্টু এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

জানা যায়, বিরোধপূর্ণ খালটির অংশ একসময় সেলিম মেম্বার গংদের দখলে ছিল। দীর্ঘদিন ধরে এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে সেলিম মেম্বার গংদের বিরোধ চলছিল। পাল্টাপাল্টি মামলা পর্যন্ত গড়ায়। দুই বছর আগে এক সালিশ বৈঠকে খালটি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এতদিন উভয়পক্ষ সেই সিদ্ধান্ত মেনে চলছিল।

তবে চলতি বোরো মৌসুমে খালের শুখনো অংশে গ্রামবাসীর একপক্ষ বোরো চাষ শুরু করলে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে স্থানীয় প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। ইউএনও ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে বিকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পূর্বের সিদ্ধান্ত বহাল রেখে খালটি সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যা উভয়পক্ষই মেনে নিয়েছে।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে এলাকার শান্তি প্রতিষ্ঠার একটি সফল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খালটি উন্মুক্ত রাখার মাধ্যমে গ্রামের কৃষকদের পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে এলাকাবাসী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version