নিজস্ব প্রতিবেদক: “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং নবম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ মেলা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।
আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, খারনৈ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সাংবাদিক জহিরুল ইসলাম মামুন প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশের উৎসাহ সৃষ্টির লক্ষ্যে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। স্কুল ও মাদরাসার পনেরটি দল নিজ নিজ উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে এ মেলায় অংশগ্রহণ করেছে।