কে. এম. সাখাওয়াত হোসেন: পেছন দিক থেকে নেত্রকোনাগামী দুই অটোরিকশাকে সেনাবাহিনীর গাড়ীর ধাক্কায় মোতালেব (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ ময়মনসিংহের তারাকান্দা থানাধীন মাধবপুর গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে। নিহতের মৃতদেহ শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। স্থানীয় সূত্র থেকে এতথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) আনুমানিক রাত সোয়া ৭টার দিকে নেত্রকোনা পূর্বধলার শ্যামগঞ্জ বাজার সংলগ্ন মতি অটো রাইস মিলের সামনে সড়ক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আর তিন ব্যক্তি আহত হয়েছেন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন- আলমপুর গ্রামের হাসেন আলীর ছেলে নুরুল ইসলাম (৪৮), ইসবপুর গ্রামের ইয়ার হোসেনের ছেলে সালাম (৪৫) ও একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে সোহান (১৮)। স্থানীয় সূত্র থেকে এসব জানা গেছে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী আহত ও নিহত এবং সেনাবাহিনীর সাথে অটোরিকশার ধাক্কার সত্যতা নিশ্চিত করেছেন।