দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেশের ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যেও ঈশ্বরগঞ্জ এলজিইডি থেমে নেই। উপজেলা এলজিইডি বিভাগ তাদের উন্নয়নমূলক কাজগুলো অব্যাহত রেখেছে, এলাকার উন্নয়নে তারা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

ঈশ্বরগঞ্জ এলজিইডির প্রকল্পগুলোর মধ্যে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। ৫ আগস্টের পর যখন দেশে অস্থিরতা ও সংকট তৈরি হয়েছিল, তখনও এলজিইডির প্রকল্পসমূহের কাজ দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে।

কিন্তু গত ২১ নভেম্বর উপজেলার চরহোসেনপুর গ্রামের লোকমান হোসেন নামের একজন এলজিইডি কর্তৃক বাস্তবায়িত চরহোসেনপুর হতে ইসলামপুর রাস্তা নির্মাণে নিন্ম মানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ তুলে এলজিইডি প্রধান প্রকৌশলী বরাবর একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে গত ৬ জানুয়ারি সরেজমিন পরিদর্শনে আসেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সালমান রাসেল। পরিদর্শন কালে লোকমান হোসেন নামের কোন ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে স্থানীয় গণ্যমান্য এলাকাবাসীর সামনে রাস্তা কেটে পরিক্ষার করে দেখেন রাস্তাটি থিকনেস ২৫ মিলি কার্পেটিং এর স্থলে ৩০ মিলি পাওয়া যায়। এছাড়া অন্যান্য লেয়ার বালু খোয়ার আনুপাত সঠিক রয়েছে। নির্মাণ কাজে অনিয়ম না থাকায় স্থানীয়রা উপজেলা প্রকৌশলীকে ধন্যবাদ জানান।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, দুই কোটি ১৪লক্ষ টাকা ব্যায়ে নিজতুলন্দর পরাপারা মোড় হতে ঘাগড়া পাড়া দুই কিলোমিটার জিপিএস রাস্তা, এক কোটি ৩৮লক্ষ টাকা ব্যায়ে ইসলামপুর মাদ্রাসা হতে বৌদার ঘাট পর্যন্ত এক কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। চলমান উন্নয়ন কাজের মধ্যে রয়েছে ৮৯ লক্ষ টাকা ব্যায়ে নিজ সরিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ, ৮৩ লক্ষ টাকা ব্যায়ে রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ, এছাড়াও এক কোটি ১৯ লক্ষ টাকা ব্যায়ে জাটিয়া, সোহাগী বাজার, তারাকান্দি, খানপুর ও বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুম নির্মাণ কাজ চলমান রয়েছে বলে জানা যায়।

উপজেলা এলজিইডি প্রকৌশলী আয়শা আক্তার জানান, যত বিপত্তি বা প্রতিবন্ধকতা আসুক না কেন, আমাদের মূল লক্ষ্য ঈশ্বরগঞ্জ উপজেলার উন্নয়ন। আমাদের কাজের মাধ্যমে জনগণের সমস্যা সমাধান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে।

 

টিএমবি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version