মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান ও বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামে ছোট যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জামদি জব্দ করেছেন প্রশাসন ।
১৪ জানুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
প্রশানের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের সরঞ্জামদি ধ্বংস ও ট্যাক্টরের দুটি ব্যাটারী জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান বিষয়টি বুঝতে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তবে অভিযানে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জামদি ধ্বংস ও ব্যাটারী জব্দ করা হয়।