বিতর্কিত এএসপি নাজমুস শাকিবের বিরুদ্ধে এবার আদালতে আরেকটি মামলা দায়ের করেছেন তার প্রথম স্ত্রী। এর আগে প্রথম স্ত্রীর মামলায় তিনি জেলও খেটেছেন। এই কর্মকর্তার বিরুদ্ধে বর্তমানে চারটি মামলা চলমান।
ভ্রুণহত্যা ও অমানুষিক নির্যাতনের অভিযোগে প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় ৩ মাস জেলে ছিলেন এএসপি নাজমুস শাকিব। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে সত্যতা পেয়ে চার্জশীট দাখিল করে পুলিশ। মামলাটি বর্তমান আদালতে চলমান। সেই মামলা তুলে নিতে সাবেক স্ত্রীকে অনবরত হুমকি দিয়ে আসছেন।
এ প্রেক্ষিতে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সোমবার (১৩ জানুয়ারি) আদালতে আরও একটি মামলা দায়ের করেন ইসরাত রহমান (২৯)।তিনি নাজমুস শাকিবের প্রথম স্ত্রী। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান মামলাটি আমলে নিয়ে এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে সমন জারি করেন।
প্রথম স্ত্রী জানান, এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে বর্তমানে ৪টি মামলা চলমান। বিভাগীয় মামলায় সাময়িক বরখাস্ত থাকলেও বিগত ৫ আগস্টের পর নিজেকে বঞ্চিত দাবি করে পোস্টিং বাগিয়ে নেন।
এই নারী আরও জানান, এএসপি সাকিব পোস্টিং পাওয়ার পর তাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইজিপির কাছে লিখিত অভিযোগ করলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পরে বাধ্য হয়ে এই মামলা করেন।
এএসপি নাজমুস সাকিবের ২য় স্ত্রী জানান, তার সাথে প্রতারণা করে টাকা পয়সা আত্মসাৎ করেছেন তিনি। নারী লোভী এই এএসপি নাজমুস সাকিব তাকে স্ত্রীর মর্যাদা না দিয়ে এখন ৩য় স্ত্রীর সাথে সংসার করছেন বলে জানান তিনি।