মনিরুজ্জামান খান গাইবান্ধা।।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের জনবল নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহারকারীর চক্র বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১১ জানুয়ারি)বিকেল পাঁচটার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে একইদিন সকাল ১০ টায় শুরু হওয়া দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা চলে সাড়ে ১১টা পর্যন্ত। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. ছাইমুন ইসলাম (২৫), শাহ সুলতান (৩২), আসাদুজ্জামান আসাদ ও রাশেদ আহম্মেদ (২৪)।
ছাইমুন ইসলাম গাাইবান্ধা সদরের ভবানীপুরের শামসুল হকের ছেলে, আসাদুজ্জামান সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপরহাটী গ্রামের কামাল হোসেনের ছেলে, শাহ সুলতান মধ্য উড়িয়ার আবুল কালাম আজাদের ছেলে এবং রাশেদ আহমেদ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি এলাকার বুলবুল আহমেদের ছেলে।
তাদের মধ্যে ছাইমুন ইসলামের কাছ থেকে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে এবং আসাদুজ্জামান আসাদ (প্রক্সি) মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন।
এছাড়া শাহ সুলতান ও রাশেদ আহমেদ নামে অপর দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যাক্রম সূত্র জানায়, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও মুদ্রাক্ষরিক পদে ১৩ জন এবং হিসাব সহকারী পদে ৩ জন সহ মোট ১৬ জন তৃতীয় শ্রেণির জনবল নিয়োগের জন্য ২০২২ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসকের কার্যালয়। ওই নিয়োগ পরীক্ষায় ৩ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।