আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
টঙ্গীর ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালে রাতের আধারে ঘুমন্ত তাবলিগ জামাতের সাথীদের হামলা, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে রংপুরের তারাগঞ্জে তাবলিগ জামাতের সাদপন্থি গ্রুপকে জামিন বাতিল করে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে তাবলিগ জামাতের জুবায়েরপন্থী ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা ।
শুক্রবার (১০ জানুয়ারি) বাদ আছর চৌপথি বাস স্ট্যান্ডের মোহাম্মদপুর দারুস সালাম মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় । ওই বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব দাবি করেন। এছাড়া তারা টঙ্গী হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বক্তারা বলেন, আপনারা আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। আমাদের রক্তের সঙ্গে গাদ্দারী করবেন না।
আলেমরা ২০১৪ সালে শাপলা চত্বরে, ২০১৮ ও ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাই তাদের তাবলিগ ভাগ করার চেষ্টা করবেন না। তাবলিগ চলবে আলেম ওলামাদের নেতৃত্বে।
কোনো খুনিদের দ্বারা তাবলিগ চলবে না। মাওলানা আশরাফ আলী বলেন, টঙ্গীর ময়দানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আলেম ওলামারা যদি কোনো কর্মসূচি নেয় সেখানে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় সরকারকে নিতে হবে। সারাদেশে সব মসজিদে তাবলিগের আলেম ওলামারা থাকবে। পথভ্রষ্ট ও খুনি সাদপন্থিদের দেশের কোনো মসজিদে জায়গা দেওয়া হবে না।