টাঙ্গাইল প্রতিনিধিঃ
চাঁদাবাজ, ধর্ষক, মামলাবাজ, সন্রাসী শরীফের বিভিন্ন অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী । নাগরপুর উপজেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক থাকা অবস্থা বহিস্কৃার করা হয় মো. শরীফ কে। সে আলোকদিয়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে।
৭ জানুয়ারী মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন আয়োজন করে আলোকদিয়া গ্রামবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে মানববন্ধনে এক ভুক্তভোগী মানিক মিয়া বলেন, আমাকে বিভিন্নভাবে হয়রানি করে শরীফ। তিনি বলেন, আমার বউকে তুলে নেওয়ার হুমকি দেয়।
আমাকে দেশীয় অস্ত্র নিয়ে মারার উদ্দেশ্যে দৌড়ানী দিয়েছে। গত প্রায় দেড় বছর যাবৎ আমার বিরুদ্ধে ভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমাদের বাড়ির বাইরে বেরুতে দিচ্ছে না। মানিক মোল্লার স্ত্রী বৃষ্টি আক্তার বলেন আমাকে বিয়ের প্রস্তাব দেয় অনেক হয়রানি করে শরীফ, আমি ওর বিচার চাই।
সবেক ইউপি সদস্য ছামাদ মিয়া বলেন, শরিফ নানাভাবে জালাতন করে আসছে বিচারে ডাকলে চাপে না, ওল্টা মামলা দিয়ে হয়রানি করে এমতাবস্থায় আমরা গ্রামের মানুষ অতিষ্ঠ তাই ওর দৃষ্টান্তমুলুক শান্তি দাবি জানাচ্ছি। জলিল মিয়া বলেন, শরিফ যাকে তাকে হুমকি দেয় নিরিহ মানিক মোল্লার বিরুদ্ধে ৭টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এছাড়াও শরিফ উপজেলা বিএনপির কতিপয় নেতার ছত্রছায়ায় থেকে নানা অপকর্মের লিপ্ত রয়েছে। বর্তমান ইউপি সদস্য মো. আলম মিয়া বলেন, আমরা কোনো শরিফকে ভাবেই থামাতে পারছি না সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওর বিচার চাই।