দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি:

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া এবং প্রশাসনের কাজের অগ্রগতি সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস আন্দোলনকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেন।পুনরায় আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্বের মুখোমুখি হতে চান না আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রবিবার ( ৫ জানুয়ারি ) বিকাল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে তারা প্রেস ব্রিফিং করে। প্রেস ব্রিফিং এ বলা হয়, আপনারা অবগত আছেন যে গত ১২ই নভেম্বর ২য় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর চাই আন্দোলনের প্রেক্ষিতে ১৩ই নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ ছাত্র প্রতিনিধিদের সভা হয় সেখানে ২য় ক্যাম্পাস সংক্রান্ত সকল বিষয় আলোচনা হয় এবং সেনাবাহীনিকে কাজ হস্তান্তরের ব্যাপারে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিবে বলে তারা ব্যক্ত করেন।

পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসে তাদেরকে একটা যৌক্তিক সময় দেই। তাছাড়া এতে আরও বলা হয়, কিন্তু প্রায় দেড় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও কোনো অগ্রগতি দেখতে না পেয়ে আমরা আজকে প্রশাসনের কাছে আপডেট জানতে চাই এবং তারা নিম্নোক্ত বিষয়গুলো অবহিত করেন- প্রথমত, বিশ্ববিদ্যালয় প্রশাসন চেয়েছে জরুরী ভিত্তিতে পিডি নিয়োগ দিতে কিন্তু এ বিষয়ে অভিযোগ উঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পরিষ্কারভাবে জানিয়েছে যে, পিডি নিয়োগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী সম্পন্ন হবে।

দ্বিতীয়ত, দ্বিতীয় ক্যাম্পাস সংক্রান্ত বিষয়ে আমরা ইতোমধ্যে ইউজিসি বরাবর একটি চিঠি দিয়েছি। ইউজিসি সেই চিঠিটি কয়েকদিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে বলে আমাদের জানিয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি এবং আশা করি দ্রুত কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হবে। তৃতীয়ত, ভূমি অধিগ্রহন সম্পন্ন হয়েছে বলেও জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের কথায় এটা স্পষ্ট যে পুনরায় আমলাতান্ত্রিক জটিলতা দেখা যাচ্ছে যা এড়ানোর জন্যই মূলত আমরা আন্দোলন করেছি।অবশেষে বলতে চাই আমরা কোনো আমলাতান্ত্রিক জটিলতা দেখতে চাই না, লাল ফিতার দৌরাত্বের মুখোমুখি আমরা হতে চাই না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জানিয়েছে এই সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে মিটিং আছে, আমরা মিটিং পর্যন্ত অপেক্ষা করবো এবং এই সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না আসলে, আমরা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version