জবি প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী উল্কা-৪ বাসে পরিবহন শ্রমিকদের হামলা, বাসচালক, সহকারিসহ ৯ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিচার নিশ্চিতে তাগিদ দিয়েছে শাখা ইসলামী ছাত্র আন্দোলন। রোববার (২৯ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে পাঠানো ছাত্র সংগঠনটির জবি শাখার প্রচার সম্পাদক মোঃ শাহিন আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে শাখার সভাপতি আব্দুল ওয়াহিদ এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান এঘটনাকে অমানবিক ও আগ্রাসী হামলা হিসেবে উল্লেখ করে দোষীদের বিচারের আড়াল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমঝোতার নাটক করছে বলে দাবি করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই ঘটনায় শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্তের পরিবর্তে দোষীদের আড়াল করতে এবং সমঝোতার চেষ্টা করছে, যা ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আমরা প্রশাসনকে জানাতে চাই, নিরাপত্তা নিশ্চিত না হলে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে প্রশাসন ন্যাক্কারজনকভাবে দোষীদের আড়াল করতে সমঝোতার পথ বেছে নিয়েছে, যা দীর্ঘমেয়াদে প্রশাসনের জন্য ক্ষতিকর হবে। আমরা দ্রুত তদন্তপূর্বক দোষীদের শাস্তির সম্মুখীন করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দাবি জানাচ্ছি।
জানা যায়, রোববার (২৯ ডিসেম্বর) সকালে মহাখালীর বাস টার্মিনাল এলাকায় একতা পরিবহনের একটি বাস সড়ক বন্ধ করে দাঁড়িয়ে থাকার প্রতিবাদ করায় জবির শিক্ষার্থীবাহী উল্কা-৪ বাসের হামলা চালায় অর্ধশতাধিক পরিবহন শ্রমিক। এঘটনায় বাসের চালক জগদিশ চন্দ্র দাস গুরত্বর আহত হন। তার চোখ ও হাত মারাত্মক জখম হয়। এছাড়াও বাসের সহকারিসহ ৭ শিক্ষার্থীও আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, পরবর্তীতে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সাথে আলোচনায় বসেন। পারস্পরিক আলোচনার পর বিশ্ববিদ্যালয় বাস মেরামত, আহতদের চিকিৎসা ব্যয় বহন এবং হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার সম্মতির ভিত্তিতে দু’পক্ষের সমঝোতায় বিষয়টি সুরাহা হয়।
আলোচনার বিষয়ে জানা যায়, দুই পক্ষের দীর্ঘ আলোচনার পর একতা পরিবহনকে দেড়লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এবিষয়ে ঢাকা জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, আমাদের একটি বাসের সাথে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ঝামেলা হয়৷ বিষয়টি আমি নিজে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে উপস্থিত থেকে সমাধান করে আসছি৷ আশা করছি ছাত্র ভাইরা বিষয়টি নিয়ে আর বাড়বে না৷ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ড্রাইভারের চিকিৎসা বাবদ এক লক্ষ টাকা, হেলপারের চিকিৎসা বাবদ ত্রিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা জরিমানা ধরা হয়েছে। পরবর্তীতে চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয় হলে সেটাও তারা বহন করবে। এছাড়াও ব্স মেরামত বাবদ পরিবহন প্রশাসককে নগদ বারো হাজার নয়শত টাকা প্রদান করে।