মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট/২০২৪ সিজন- ২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৮ ডিসেম্বর শনিবার রাত ৮টায় এফসিসি ক্রিকেট ক্লাবের আয়োজনে বালিঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
এ উপলক্ষ্যে এফসিসি ক্রিকেট ক্লাবের সভাপতি হাসানুজ্জামান টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা যুবদলের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ সজল, জেলা যুবদলের সাবেক নেতা গোলাম রাব্বানী মাস্টার, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, এখানে যারা খেলতে এসেছেন তাদের বয়স, ১৬/২২ বয়সের তরুণ। এসময়টা তরুণরা নিজেদের নিয়ন্ত্রন করতে পারে না। আমাদের চারপাশে মাদকের ভয়াবহ অবস্থা। একারণে তরুণ ও যুবসমাজ কে মাদকের ভয়াল থাবা থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক ছেড়ে খেলাধুলায় আসার আহ্বান জানিয়ে যে কোন ধরনের সহযোগিতা আশ্বাস দেন তিনি।
পরে ব্যাটংয়ের মাধ্যমে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ।
উদ্বোধনী খেলায় উচাই ক্রিকেট ক্লাব ও ১ নং রেলগেট ক্রিকেট ক্লাব অংশ গ্রহন করেন।