ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ওয়ালি উল্লাহ সরদারকে সভাপতি, এম আমিনুল ইসলামকে সহ সভাপতি ও ওয়ালি উল্লাহ আল কাসিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের।
ইসলামি ছাত্র আন্দোলনের বর্তমান কমিটির জেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহীম খলীলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দীয় দাওয়াহ দফতর সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম খলীল, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা এনায়েত হোসেন মামুন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক, মুফতি শফিকুল ইসলাম রাসেল, শ্রমিক আন্দোলন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা প্রমুখ।