এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ একজন কারবারিকে আটক করা হয়েছে। দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান এর সুদক্ষ নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল, দিনাজপুর শহরের বড়পুল এলাকায় এক বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিল সহ একজন কারবারিকে আটক করা হয়।
এসময়, তার কাছ থেকে ৬০০ পিস্ ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহ্রিত একটি মটর সাইকেল জব্দ করা হয়। এছাড়া, ঐ অভিযানে দক্ষিণ বালুয়াডাঙ্গা এলাকার মোঃ নাজমুল ইসলাম এর স্ত্রী মোছাঃ সোহানা ইসলাম সৃষ্টি (২৯) পলাতক রয়েছে। আটককৃত কারবারি হলেন দিনাজপুর জেলার সদর উপজেলাধীন পৌর শহরের ষষ্ঠীতলা মোড় এলাকার মোঃ মুন্না মল্লিক এর পুত্র মোঃ ইমরান হোসেন ওরফে ইমন (২২)। আটককৃত কারবারি ও একজনকে পলাতক দেখিয়ে ডিএনসি দিনাজপুর কার্যালয় বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (১) সারণির ১৪ (খ), ১০ (ক) , ২৬/ ১ ও ৪১ ধারায় ১টি মামলা দায়ের পূর্বক আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।