দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বকশীগঞ্জ প্রতিনিধিঃ

রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখান ও উপসচিব পদে সকল ধরনের কোটা প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৬সে ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এ সময় উপজেলার বিভিন্নস্থানে কর্মরত বিসিএস ক্যাডাররা উপস্থিত ছিলেন। উপস্থিত, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক, বিসিএস কৃষি ক্যাডারের উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বিসিএস প্রাণিসম্পদ ক্যাডারের ভেটেরিনারি সার্জন শাহরিয়ার আরমান প্রমুখসহ বিসিএস স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ তাদের নিজ নিজ বক্তব্য প্রদানে বলেন, সকল ক্যাডারের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণ সহ তারা বিসিএস স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার বিলুপ্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান করেন এবং সরকারের উপসচিব পদে কোটা প্রথা বাতিল করে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে উপসচিব পদোন্নতির দাবি জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version