কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় সাত দিন মেয়াদী ‘ব্লক প্রিন্টিং’ বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরন করা হয়েছে। এতে ৩০ প্রশিক্ষাণার্থী অংশগ্রহণ করেন। তারা ব্লক প্রিন্টিংয়ের উপরে কারিগরি জ্ঞান অর্জন করেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে নেত্রকোনা পৌরশহরে কাটলীস্থ অন্বেষা বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়। নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার কাটলী এলাকার নেত্রকোনা জন কল্যাণ পরিষদের সহযোগিতায় প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
নেত্রকোনা সদর উপজেলার সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা ও কোর্স কো-অর্ডিনেটর সঞ্চিত কুমার ঘোষের সঞ্চালনায় সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন প্রশিক্ষণ গ্রহণকারীদের হাতে সনদপত্র ও সহায়তা হিসবে নগদ অর্থ প্রদান করেন।
প্রধান অতিথি ফারজানা পারভীন প্রশিক্ষণ গ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে প্রত্যেকে যেন উদ্যোক্তা হতে পারেন। স্বাবলম্বী হতে আপনাদের এই জ্ঞান কাজে লাগবে এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ গ্রহণের সুযোগ রয়েছে বলে জানান তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জন কল্যাণ পরিষদের সহ-সভাপতি সালমা বেগম, প্রশিক্ষক রুমা রানী দাস, অন্বেষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানমসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।