এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর সদর উপজেলার পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এপিপি এ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু (৫৩) কে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। দিনাজপুর কোতোয়ালি থানা সুত্র জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) পৌর আওয়ামীলীগের সভাপতি এস.এম শামীম আলম সরকার বাবু কে তার পৌর শহরের নিমনগর বালুবাড়িস্ত নিজ বাসভবন থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শামীম আলম সরকার বাবু দিনাজপুর পৌর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার আবেদ আলী সরকারের পুত্র। দিনাজপুর শহর/পৌর আওয়ামীলীগের সভাপতিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান। এবিষয়ে, ওসি মতিউর রহমান বলেন, গ্রেফতারকৃত পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এপিপি এ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু ২টি মামলার এজহারনামীয় আসামী।
এজন্য, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অন্যান্ন আসামিদের মতো তাকেও গ্রেফতার করা হয়েছে। শামীম আলম সরকার বাবুকে ঐ ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলেই বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।