আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের আতাউর রহমানের ৩৩ শতাংশ জমির ধান ও গাছ রাতের আধারে কেটে নেবার অভিযোগ উঠেছে গ্রামের মুহম্মদ আলী, মোতাহার হোসেন মোতা ও আজাহার আলীর বিরুদ্ধে। অভিযোগ সুত্রে জানা যায়, সদর উপজেলার চুনিয়াগাড়ী মৌজার আর এস ৪৫৬ নাম্বার দাগের ৩৩ শতাংশ জমি আতাউর রহমান (৫০) পৈত্রিক সূত্রে পাওয়া জমি ভোগদখল করে আসছে।
কিন্তু কিছুদিন ধরে গ্রামের মুহম্মদ আলী, মোতাহার হোসেন মোতা ও আজাহার আলী মিথ্যা কাগজ দেখিয়ে জমি দখল করার চেষ্টা করে। এরপর কোটে মামলা হলে সেখানেও তারা রায়ে হেরে যায়। এরপর গত মে মাসে রাতের আধারে জমির ধান কেটে নিয়ে যায়। এরপর এলাকায় মিমাংসা করা চেষ্টা করে বার্থ হলে আতাউর রহমানের ছেলে হেলাল হোসেন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর জমিতে কলাগাছ ও মেহেগনি গাছ রোপন করার কিছুদিন পর আবারো সেগুলো কেটে ফেলে এবং এলাকার লোক দেখে ফেলায় মুহম্মদ আলী তাদের জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।
এরপর গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হলেও তাতে বার্থ হয় আতাউর। গত ০৬ ডিসেম্বর রাতে আবারো জমির পাশে লাগানো ইউক্লিপ্টারের ১০ টি গাছ এবং ৫৬ টি কলা গাছ কেটে রেখে যায় এবং জমিতে কোন প্রকার চাষাবাদ করার চেষ্টা করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। জমিতে জেতে না পেতে সম্পা বানু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ আলী বলেন, যেহেতু খতিয়ানে আমার নাম আছে সেহেতু জমি আমার। গ্রাম্য সালিশ এবং কোর্টের রায়ের বিষয়ে জানতে চাইলে কোন সদউত্তর দিতে পারেনি। নওগাঁ সদর থানার পুলিশ উপ-পরিদর্শক মুক্তার হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব।