নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের শীতার্ত মানুষ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশন। সীমান্তবর্তী বিজয়পুর এলাকায় ১২০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে আস সুন্নাহ ফাউন্ডেশনের দুর্গাপুর উপজেলা সমন্বয়ক মাসউদুর রহমান ফকির স্থানীয় সাংবাদিকদের বলেন, মানবিক কাজ করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য। প্রতিটি প্যাকেজে একটি কম্বল, একটি শাল ও একটি শীতের টুপি রয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা ও মানবিক দায়িত্বের অংশ। এই সহায়তা শীতার্ত মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে। আগামী দিনেও আমরা এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, আবদুল্লাহ আল মাসুম, মুফতি নূরে আলম, মুফতি জামাল উদ্দিন খান কারিমী, মাওলানা মুসলিম উদ্দিন, মোশাররফ হোসেন প্রমুখ।