দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হয়েছেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এর আগে গত ২০ ডিসেম্বর তিনি মারা যান। অন্তর্বতীকালীন সরকারের বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন হাসান আরিফ। ওই দুই মন্ত্রণালয় এখন উপদেষ্টাহীন।

তার মৃত্যুতে ওই পদে কে আসছেন? তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। তবে জানা গেছে,অন্য কাউকে উপদেষ্টা নিয়োগের বিষয়ে আপাতত ভাবছে না অন্তর্বর্তী সরকার। তার অনুপস্থিতিতে বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান উপদেষ্টাদের মধ্যে কাউ কাউকে দেওয়া হতে পারে রোববার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা।

রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সোমবার (২৩ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপদেষ্টা হাসান আরিফকে দাফন করা হয়েছে।এর আগে গত শুক্রবার দুপুরে বাসায় খেতে বসে অসুস্থ হয়ে পড়েন ৮৩ বছর বয়সী হাসান আরিফ। পরিবারের সদস্যরা তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেদিন সরকারের ১৪ উপদেষ্টা দায়িত্ব নেন। এদের মধ্যে হাসান আরিফ একজন।

পরে তিন দফায় বেড়ে উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়ায় ২৪ জনে। তাদের মধ্যে এ এফ হাসান আরিফের মৃত্যুতে শূন্য হয়েছে বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি উপদেষ্টার পদ।হাসান আরিফ ২০০৭-২০০৮ সময়ের তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version